শুক্রবার (২৫ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫১ হাজার ৬৬৭ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় আড়াই হাজার। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি এক লাখ ৩৪ হাজার ৪৪৫।
গত তিন দিন ধরেই ভারতে দৈনিক মৃত্যু কমবেশি একই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে এক হাজার ৩২৯ জন রোগীর, যা গতকাল থেকে ৮ জন বেশি। আর এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৩১০ জন।
দৈনিক আক্রান্ত এবং মৃত্যু একই গণ্ডিতে ঘোরাফেরা করলেও সক্রিয় রোগী কম হওয়ার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা ১৪ হাজারের বেশি কমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৬ লাখ ১২ হাজার ৮৬৮ জন।