ঢাকা, শনিবার ১০ জুন ২০২৩, ০৫:৫৬ অপরাহ্ন
রংপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরনে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট
হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার

স্বাস্থ্যবিধি নিশ্চিতকরনের লক্ষে রংপুরের বিভিন্ন স্হানে আজ (২৪ জুন) বৃহস্পতিবার বিকেলে  মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

রংপুর জেলা প্রশাসনের পক্ষে  পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ও দেওয়ান আসিফ পেলে।

রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্ত্বর, জিএল রায় রোডসহ বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট  পরিচালিত হয়। এসময় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনগণকে আহ্বান জানানো হয়। এছাড়া মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

Leave a Reply

Your email address will not be published.

x