ময়মনসিংহ নগরবাসিদের মাঝে জেলা পুলিশের মাস্ক বিতরণ করা হয়।করোনা ভয় নয় সচেতনতার মাধ্যমে করতে হবে জয়। বিশ্ব মহামারি কোভিট-১৯ করোনা সংক্রমণরোধ ও সচেতনতা বৃদ্ধি করতে ময়মনসিংহ জেলা পুলিশের নগরবাসির মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নগরীর পাটগুদান ব্রীজ মোড়ে এ সব মাস্ক বিতরণ করা হয়। অতিরক্তি পুলিশ সুপার (প্রশাসন) কৃষিবিদ ফজলে রাব্বি মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ফজলে রাব্বি বলেন, করোনা ভয়বাহতা ক্রমেই বাড়ছে।
নিজে, পরিবার এবং দেশকে ভয়াবহ করোনার কবল রা করতে মাস্ক পরিধান করার বিকল্প নেই। তিনি আরো বলেন, মাস্ক পড়ার পাশাপাশি নিয়মিত সানান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আলাউদ্দিন, হাফিজুল ইসলাম, কোতোয়ালী মডেল থানর ওসি ফিরোজ তালুকদার, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিবির ওসি শাহ কামাল আকন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে জেলা পুলিশ বিভিন্ন যানবাহনের যাত্রী, চালকসহ সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
… [Trackback]
[…] Information on that Topic: doinikdak.com/news/29026 […]
… [Trackback]
[…] There you will find 99508 more Info on that Topic: doinikdak.com/news/29026 […]
… [Trackback]
[…] Find More Information here to that Topic: doinikdak.com/news/29026 […]