ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
রংপুরে মধ্যপাড়ায় এলাকায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার

রংপুরের আমাশু কুকরুল নতুন মন্দির সংলগ্ন বাঁশবাগানে আজ (২৪ জুন) বৃহস্পতিবার সকাল ৯ টার সময় এক ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।

গত (২৩ জুন) বুধবার রংপুরের  আমাশু কুকরুল  নিবাসী আব্দুল্লাহ আউয়ালের পুত্র মোহাম্মদ আরাফাত হোসেন তনময় আনুমানিক রাত ৮ থেকে  নিখোঁজ  হন । অনেক  খোঁজা খুজির পরেও   রাতে তার  সন্ধান মেলেনি। পরবর্তীতে  আজ বৃহস্পতিবার সকালে  আরাফাতের স্বজনরা  লোক মারফত জানতে পারে তনময় নতুন মন্দির সংলগ্ন বাঁশ বাগানে  জাম্বুরা গাছে লাইলন রশি দিয়ে  ফাশ  দিয়ে  আত্মহত্যা  করেছে।

উল্লেখ্য,

আরাফাত হোসেন তনময়  তাজহাট কৃষি ডিপ্লোমা  ইনস্টিটিউট  প্রথম বর্ষের ছাত্র ছিলেন। কিছুদিন আগে নারী শিশু মামলায়  তিন মাস  হাজতবাস ছিলেন । এরপর জামিনে বের  হয়ে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন ।

পরশুরাম থানার ভারপ্রাত কর্মকর্তা(ওসি)  মৃতদেহ থানায়   নিয়ে যায়।

তিনি জানান যে,মৃতদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে বলা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

x