বানারীপাড়ায় ৫নং সলিয়া বাকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ২, ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সাবেক উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সদস্য সমাজসেবক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুহিদুল ইসলামের সহধমিনী রেকসোনা বেগম সূর্যমুখী ফুল মার্কা নিয়ে বিপুল ভোটে জয়লাভ করায় তিনি মহান আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করেন। তারুণ্যের আহংকার গরিবের বন্ধু, সমাজ সেবক রোকসানা বেগম নির্বাচিত হওয়ায় এলাকায় জনগণের মাঝে উৎসবমুখর পরিবেশে বিরাজ করেছে। অএ ওয়ার্ডের সকল ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে নির্বাচনী প্রতীক “সূর্যমুখী ফুল”-এ ভোট প্রার্থনা করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে সূর্যমুখী ফুল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেছেন সে সকল ভোটারদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। রোকসানা বেগমের বাড়ি সলিয়াবাকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ধারালিয়া গ্রামেই।
এখানকার প্রতিটি মানুষ ও জনপদ তার চেনাজানা। এ প্রসঙ্গে সদা হাস্যময়ী ও সদালাপী রোকসোনা বেগম জানান, আমি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে নির্বাচনে বিজয়ী হয়েছি এখন আমার লক্ষ্য ১, ২,ও ৩, ওয়ার্ডকে ইভটিজিং, বাল্যবিয়ে, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকায় পরিণত করার এ ব্যাপারে তিনি এলাকাবাসীর সর্বাত্নক সহযোগিতা কামনা করেছেন ।
… [Trackback]
[…] Find More on on that Topic: doinikdak.com/news/28690 […]