রংপুরের আনন্দময়ী সেবা আশ্রমের ছাদ ঢালাইয়ের আজ (২৩ জুন) বুধবার সকাল ১১ টার সময় শুভ সুচনা করা হয়।
গত ২৭ শে মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা ধর্ম মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের অর্থায়নে মন্দির নির্মাণ উন্নয়নের শুভ সূচনা করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি বিশ্বনাথ সরকার বিটু,ঠিকাদর সুব্রত সরকার মুকুল,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দগণ।
তারই ধারবাহিকতয় আজ
(২৩ জুন) বুধবার সকাল ১১ টার সময় রংপুরের আনন্দময়ী সেবা আশ্রমের ছাদ ঢালাই এর শুভ সুচনা করা হয়।
উক্ত ছাদ ঢালাই এর শুভ সুচনা কালে রংপুর মহানগর পূজা উদযাপন পরিষদের নেতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের অর্থায়নে রংপুর মহানগরের যে চার মন্দির উন্নয়নের কাজ হচ্ছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি জেলায় ১ টি করে মডেল মন্দির নির্মানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানাচ্ছি।
মন্দিরের ছাদ ঢালাই এর শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ঠিকাদার সুব্রত সরকার,অলোক নাথ , সুব্রত সরকার,নয়ন মহন্ত,প্রফুল্ল রায় ও অন্যান্য নেতৃবৃন্দগণ।