মেহেরপুরে ২৭ বোতল কোডিন ফসফেট যুক্ত মাদকদ্রব্যসহ নারীসহ দুই জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মুজিবনগর উপজেলার মহাজনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি পাখি ভ্যান জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার জগন্নাথপুর গ্রামের বজলুর রহমানের স্ত্রী ও ছদর উদ্দিনের মেয়ে মুক্তি খাতুন (৩২) ও মেহেরপুর সদর থানার গোভীপুর উত্তরপাড়ার আমিরুল ইসলামের ছেলে শাহিন হোসেন (৩০)।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই (নিঃ) মুক্ত রায় চৌধুরী,পিপিএম এর নেতৃত্বে এএসআই(নিঃ) মাহাতাব উদ্দিন, এএসআই (নিঃ) ইব্রাহিম বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স সহ মুজিবনগর থানার মহাজনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মুজিবনগর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
আসামীদের বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন আছে বলেও জানান তিনি।