রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুস সোবাহানের দেয়া এ্যাডহক নিয়োগপ্রাপ্তদের বাধার মুখে এবার স্থগিত করা হয়েছে সিন্ডিকেট সভা। এর আগে গত ১৯ জুন ফাইন্যান্স কমিটির সভা স্থগিত করা হয়।
মঙ্গলবার রাত ৯ টায় সাংবাদিকদের ডেকে সিন্ডিকেট স্থগিত করেন রুটিন দায়িত্বপ্রাপ্ত ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা।
পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ সন্ধ্যা ৭টায় ভিসির বাসভবনে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এর আগেই ভিসি ভবনের সামনে অবস্থান নেয় নিয়োগপ্রাপ্তরা। বিশ্ববিদ্যালয় প্রক্টরসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ ভিসি ভবনে প্রবেশের সময় বাধা প্রদান করেন চাকরিপ্রাপ্ত প্রায় ৫০-৬০ জন। এসময় পদায়ন পেতে ভিসি ভবনের সামনে রাস্তার উপর শুয়ে পড়েন নিয়োগপ্রাপ্তরা।