আশীষ দাশ গুপ্ত লাখাই হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের লাখাই উপজেলার একমাত্র সড়কটি বলভদ্র সেতু নির্মাণের পর থেকে আঞ্চলিক মহাসড়ক রূপান্তরিত নিয়েছে। সিলেট ঢাকাগামী অনেক বাস ট্রাক প্রাইভেটকার যাতায়াত করছে এই সড়কটি বর্তমানে সিলেট বিভাগের একটি গুরুত্বপূর্ণ সড়ক । উপজেলার স্থানীয় বুল্লা বাজারে প্রতি মঙ্গল ও শনিবার ব্রীজ সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের দুই পাশে বাঁশ রেখে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল সৃষ্টি হচ্চে যানজট । লাখাই স্বাস্থ্য কমপ্লেক্স যাওয়ার রাস্তার সামনে বামৈ নামক স্থানে টমটম সিএনজি সহ বিভিন্ন যানবাহন রাস্তার পাশে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হয় আবার কেহ কেহ গাড়ি দাঁড়িয়ে থাকে যাত্রীর আশায়। এতেও তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ ও পথচারীরা। কোন কোন সময় হাসপাতালে রোগী নিয়ে যেতেও যানজটে পড়ে অনেক সময় অপেক্ষা করতে হয়
এ সড়কটি ঢাকা সিলেট বাইপাস আঞ্চলিক মহাসড়ক চালু হওয়ায় পর থেকে যানজট বেড়ে যায়।
এ সড়কে দীর্ঘদিন যাবৎ এ অবস্থা চলে আসছে। কিন্তু তা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই । এ অবস্থা মনে হচ্ছে যেন এগুলো দেখার কেউ নেই। সরেজমিনে বুল্লাবজার চৌরাস্তা ও বাজারের বাঁশ বাজার খ্যাত ব্রীজের পশ্চিম পাশে দীর্ঘ যানজট ও যানবাহনের দীর্ঘ লাইন। যাত্রী সাধারণ ঘন্টার পর ঘন্টা যানবাহনে বসে রয়েছে। ভ্যাপসা গরমে তাদের অবস্থা নাকাল।
হবিগঞ্জগামী যাত্রী নোয়াব মিয়া জানান, আমি হবিগঞ্জ থেকে বাড়ি আসার পথে বুল্লা বাজার থেকে বাড়ি আসতে বল্লা বাজারে এই যানজটে পড়ে দেড় ঘণ্টা সময় লেগে, যতক্ষণ সময় হবিগঞ্জ থেকে লাখাই আসতে সময় লাগে তার চেয়ে বেশি সময় যানজটে পড়ে থাকতে হয় । বুল্লা বাজারের যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী মহল