ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
ছাগলনাইয়া সীমান্তে মাটির নিচে মর্টার সেল, ঘটনা স্থলে যাচ্ছে বোমা ডিসপোজাল টিম
পেয়ার আহাম্মদ চৌধুরী

ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর সীমান্তে দক্ষিণ ছয়ঘরিয়া এলাকায় মাটির নিচ থেকে অবিস্ফোরিত মর্টর সেল(গোলাটি) পাওয়া গেছে। দুপুরে সীমান্তের ২১৯৮/১০ এস পিলার সংলগ্ন ছয়ঘরিয়া গ্রামের এক কৃষক ট্রাক্টর দিয়ে জমি চাষ দেয়ার সময় কাটার মেশিনের সাথে লেগে অবিস্ফোরিত সেলটি উঠে আসে।

তাৎক্ষণিক খবর পেয়ে চম্পকনগর বিওপি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই এলাকার স্হানীয়দের নিরাপদ এলাকায় সরিয়ে দেয়। অবিস্ফোরিত অবস্থায় গোলাটি পাওয়া গেলে এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

চম্পকনগর বিওপি ক্যাম্প এর কমান্ডার সুবেদার আব্দুল করিম জানান, ধারনা করা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় গোলাটি পড়লেও অবিস্ফোরিত অবস্থায় নিচে পড়ে মাটির নিচে ঢেকে যায়। তিনি আরো জানান, চম্পকনগর বিওপি ক্যাম্পরের বিজিবি সদস্যরা অবিস্ফোরিত মটারটি ঘেরাও দিয়ে রাখে। একই সাথে কুমিল্লা সেনানিবাস থেকে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলেও তিনি জানান।

x