কক্সবাজার সদরে ঈদগাঁওতে রাতের অন্ধকারে পাহাড়ী হাতির পাল লোকালয়ে প্রবেশ করায় জনমনে চরম আতংক বিরাজ করছে।
জানা যায়,২০ জুন রাত আনুমানিক এগারটার দিকে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম শিয়া পাড়ায় মৌসুমী ফলফলাদী খেতে পাহাড়ী হাতির পাল গ্রামে চলে আসে। রাত্রীকালীন সময়েই এলাকা বাসী চরম আতংক নিয়ে দিনাতিপাত করছেন।
স্থানীয় দিনমজুর আবু ছৈয়দ জানান, বিগত কয় দিন ধরে হাতির আতংকে রয়েছেন এলাকা বাসী। রাত্রে এলাকার লোকজন জড়ো হয়ে নানা কৌশলে হাতি তাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেন বলেও জানায়। তবে ছোটখাট ক্ষতি করে যাচ্ছে এ হাতির পালটি।


Leave a Reply