পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ মোঃ শাহাব উদ্দিন এম পি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের উদ্যোগে গৃহহীন জনগণকে গৃহপ্রদান জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এক অবিস্মরণীয় পদক্ষেপ। তিনি বলেন, এ যাবৎকালে অনেক সরকার এসেছে, কোনো সরকার প্রধান এত বিপুল পরিমাণ গৃহহীনকে গৃহ নির্মাণ করে দেওয়ার কথা চিন্তাও করেনি। বঙ্গবন্ধু কন্যা সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে প্রমাণ করেছেন, “যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।”
আজ রোববার (২০/৬/২০২১) সকাল ৯ ঘটিকায় জুরী উপজেলা অডিটরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনের ভিডিও কনফারেন্সিং লাইভ সম্প্রচার অনুষ্ঠিত হয়েছে।জুড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ মুহিত ফারুক চেয়ারম্যান জুড়ী উপজেলা পরিষদ,রিংকু রঞ্জন দাস ভাইস চেয়ারম্যান,রঞ্জিতা শর্মা ভাইস চেয়ারম্যান,মোস্তাফিজুর রহমান সহকারী ভূমি কর্মকর্তা,পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস,পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ,গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন প্রমুখ।
জুড়ী উপজেলার নির্মাণাধীন মোট ১৬৯ টি ঘরের মধ্যে ৮০ টি ঘরের উদ্বোধন
কার্যক্রম এই পর্যায়ে সম্পন্ন হয়েছে।উপকারভোগীদের হাতে জমির নামজারী এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজপত্রের ফাইল তুলে দেওয়া হয়েছে।
পরিবেশমন্ত্রী উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, সবাই মিলে একতাবদ্ধ হয়ে সমবায় সমিতি তৈরি করতে হবে। পরস্পরের সহযোগিতায় নিজেদের জীবনমান উন্নয়নে কাজ করার মন্ত্রী তাদের প্রতি আহবান জানান। উপকারভোগীদের সার্বিক আশ্বাস দিয়ে মন্ত্রী
বলেন, সামাজিক উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় তাদের পাশে আছেন। তাই নির্ভয়ে পরিবার পরিজন নিয়ে এখানে বাস করে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখতে হবে।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী আজ ভার্চুয়ালী ৫৩ হাজার ৩শ ৪০ টি পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির তুলে দেয়া কার্যক্রমের উদ্বোধন করেন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় (২য় পর্যায়ে) ১শ৫০টি গৃহের মধ্যে ১শ ৫ টি এবং জুড়ী উপজেলায় ১শ ৬৯ টি গৃহের মধ্যে ৮০ টি গৃহ উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি , রাজনৈতিক , সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।