ঢাকা, বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪, ০১:১৫ অপরাহ্ন
মৌলভীবাজারে ফ্রি অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন করা হয়েছে
মাসুদ আলম চয়ন, মৌলভীবাজার প্রতিনিধি

আজ ১৬ জুন বুধবার সকাল ১০টায় সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ মহসিন আলীর বাসভবন প্রাঙ্গণে এর উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও শামসউল ইসলামের মাধ্যমে আবুল খায়ের গ্রুপ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমেদ তরফদারের পক্ষ থেকে এই সুবিধা প্রদান করা হয়। এই ফ্রি অক্সিজেন সার্ভিস সেবায় বিভিন্ন সামগ্রী প্রদান করেছেন মাদারিস তরফদার ফাউন্ডেশন, মোহাম্মদ তৈয়ব সৈয়দা তাহেরুননেছা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সিলেটি দাতাগোষ্ঠী, মুরাদ খান ফাউন্ডেশন, সাদিয়া কমিউনিটি সেন্টার, কচুয়া এমএমপি ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইডের যৌথ উদ্যোগে জেলার সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন সার্ভিস প্রদান করা হবে বলে সভায় জানানো হয়।

শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও দপ্তর সচিব সিরাজুল হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ ফজলুর রহমান, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উপদেষ্টা ডা. ছাদিক আহমদ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মসুদ আহমদ, মৌলভীবাজার ডিস্ট্রক ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়াল ওয়াইডের সভাপতি সৈয়দ নওশের আলী খোকন, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী।

2 responses to “মৌলভীবাজারে ফ্রি অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন করা হয়েছে”

  1. … [Trackback]

    […] Here you will find 55994 additional Information to that Topic: doinikdak.com/news/26197 […]

  2. … [Trackback]

    […] Here you will find 45999 additional Information on that Topic: doinikdak.com/news/26197 […]

Leave a Reply

Your email address will not be published.