ঢাকা, বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪, ০১:১১ অপরাহ্ন
আপনার প্রাত্যহিক জীবনে নতুন মাত্রা যোগ করবে ৭,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির স্যামসাং গ্যালাক্সি এম৬২
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

প্রায়শই জরুরি কাজের সময় বা কারো সাথে গুরুত্বপূর্ণ কথা বলার সময় আমাদের মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ার মতো বিড়ম্বনায় পড়তে হয়। এমন বিব্রতকর পরিস্থিতিতে চার্জ দেয়ার জায়গা খুঁজতে হয়নি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।

এমন পরিস্থিতি থেকে বাঁচতে অনেকেই এখন দীর্ঘ সময় পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এমন মোবাইল ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন। তাই, স্মার্টফোন কেনার সময় বিভিন্ন ধরণের চাওয়া থাকলেও, সাধারনত সবারই এখন ব্যাটারির ব্যপারে প্রাধান্য থাকে। বিশেষ করে জেনারেশন জি ও মিলেনিয়াল প্রজন্মের কাছে স্মার্টফোনের ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বলা হয়ে থাকে, এই দুই প্রজন্মের মানুষ স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে ক্লাস করা, সামাজিক মাধ্যমে সংযুক্ত থাকা, বিনোদনে, এমনকি শপিংসহ সব ধরণের কাজই করে থাকে। একইসাথে, যারা ভ্রমণ করতে ভালোবাসেন বা যাদের কাজের প্রয়োজনে অনেকটা সময়ই বাসার বাইরে থাকতে হয়, তাদের জন্য স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারি থাকা আবশ্যক।

জেনারেশন জি ও মিলেনিয়াল প্রজন্মের এমন চাহিদা পূরণে স্যামসাং বাংলাদেশ সম্প্রতি বাজারে এনেছে গ্যালাক্সি এম৬২ স্মার্টফোন, যার রয়েছে ৭,০০০ মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। স্মার্টফোন ছাড়াও বাজারে পাওয়া যায় এমন অনেক ট্যাবলেটেরও এমন ব্যাটারি নেই, যা এই স্মার্টফোনে রয়েছে। অন্যদিকে, এই স্মার্টফোনটি তিনদিন পর্যন্ত চার্জ না দিয়েও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে।

স্মার্টফোন পছন্দের ক্ষেত্রে শক্তিশালী ব্যাটারির পাশাপাশি ফটোগ্রাফি করতে ভালোবাসেন এমন স্মার্টফোন ব্যবহারকারীর জন্য ভালো মানের ক্যামেরা থাকাটাও জরুরি। স্যামসাং গ্যালাক্সি এম৬২ -এ আছে কোয়াড ক্যামেরা সেট আপ, যা ব্যবহারকারীর মোবাইল ফটোগ্রাফির চাহিদাকেও পূরণ করবে। বিভিন্ন অত্যাধুনিক মানের সেন্সর সমৃদ্ধ এই ডিভাইসে রয়েছে ৬৪ মেগা পিক্সেল সনি আইএমএক্স৬৮৬ প্রাইমারি ক্যামেরা, ১২ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ৫ মেগা পিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ৫ মেগা পিক্সেল ডেপথ সেন্সর।

এর প্রাইমারি সেন্সর দিয়ে তোলা ছবির সমৃদ্ধ রঙের মিশেল যে বাস্তবধর্মী ছবি প্রদান করবে তা কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোনে তোলা ছবির চেয়ে কম নয়। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ধারণ করলে ১২০ ডিগ্রি ভিউ সহ এতে পাওয়া যাবে অসাধারণ ডাইনামিক রেঞ্জের স্পষ্ট ছবি। স্মার্টফোনটির ম্যাক্রো অ্যান্ড ডেপথ সেন্সরের মাধ্যমে চমৎকারভাবে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করা যাবে এবং এর এইচডিআর ফিচারটি ব্যাকলাইট নিয়ন্ত্রণে সহায়তা করবে। সেন্সর দু’টি ব্যবহার করে সামাজিক মাধ্যমে আপলোড করার জন্য অসাধারণ ছবি তোলা যাবে।

গ্যালাক্সি এম৬২ স্মার্টফোনটিতে রয়েছে ৩২ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এইচডিআর ফিচারের মাধ্যমে ব্যাকলাইট নিয়ন্ত্রিত থাকায় এই ক্যামেরা দিয়ে চমৎকার ছবি ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা। বিশেষ করে, এ স্মার্টফোনে পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো অসাধারণ হয়।

এখন এই ডিভাইসের অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আলোচনা করা যাক। গ্যালাক্সি এম৬২ স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চি (১০৮০ x ২৪০০) এফএইচডি প্লাস সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। ডিভাইসটিতে আছে ৬০ হার্জের রিফ্রেশ রেট। এর এক্সিনোস ৯৮২৫ ফ্ল্যাগশিপ চিপসেট অ্যানিমেশন ও স্ক্রলিংকে আরো স্বাচ্ছন্দ্যপূর্ণ করবে। অক্টা-কোর ও মালি-জি৭৬ এমপি১২ জিপিইউ সাপোর্টেড এই ডিভাইসটির র‍্যাম ৮ গিগাবাইট এবং রম ১২৮ গিগাবাইট।

স্যামসাং গ্যালাক্সি এম৬২ -এর শক্তিশালী চিপসেট ও ব্যাটারি গেমিং অভিজ্ঞতাকে আরো দুর্দান্ত করে তোলে, যা দিয়ে আপনি সহজেই সর্বোচ্চ এইচডিআর গ্রাফিক্স ও এফপিএস সেটিংস সহ পাবজি খেলতে পারবেন।  ইউআই ৩.১ দিয়ে নেভিগেটিং করার সময় অথবা অ্যাপ  ব্রাউজ করার সময় এই ডিভাইসটি আপনাকে দুর্দান্ত গতিতে চলার অনুভূতি দিবে। বিভিন্ন অ্যাপে একসাথে অনেক কাজ করলেও এর শক্তিশালী চিপসেট ও ব্যাটারি আপনার কাজের গতিকে কমাবে না।

স্যামসাং গ্যালাক্সি এম৬২ স্মার্টফোনের চমৎকার দৃষ্টিনন্দন ডিজাইন মুহূর্তেই আপনার নজর কেড়ে নিবে। নিয়মিত ভ্রমণ করেন বা স্মার্টফোনের মাধ্যমে যাবতীয় সব কাজ করেন এমন মানুষের জন্য এই ডিভাইসটি আদর্শ। স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ৩৪,৯৯৯ টাকা। বিশাল ব্যাটারি, শক্তিশালী চিপসেট ও অত্যাধুনিক নানা ফিচার সমৃদ্ধ হওয়ায় বলা যায় স্যামসাং গ্যালাক্সি এম৬২ স্মার্টফোনটি আপনার দৈনন্দিন জীবনে নতুন মাত্রা যোগ করবে।

শেষ-

স্যামসাং

রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বব্যাপী অনুপ্রেরণাদান সহ ভবিষ্যতের আকৃতিদানে কাজ করছে। প্রতিষ্ঠানটি টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং এলইডি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে। এ সংক্রান্ত প্রাসঙ্গিক খবরের জন্য অনুগ্রহ করে ভিজিট করুন: news.samsung.com

বিস্তারিত জানতে ভিজিট করুন:

ওয়েবসাইট- www.samsung.com

ফেসবুক (স্থানীয়)- www.facebook.com/SamsungBangladesh

26 responses to “আপনার প্রাত্যহিক জীবনে নতুন মাত্রা যোগ করবে ৭,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির স্যামসাং গ্যালাক্সি এম৬২”

  1. … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/26089 […]

  2. … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/26089 […]

  3. Ekhern says:

    lasuna cheap – buy lasuna order himcolin generic

  4. Acmzwq says:

    how to buy besivance – purchase besifloxacin sale order sildamax sale

  5. Kdospb says:

    order neurontin 800mg generic – oral sulfasalazine 500 mg sulfasalazine for sale

  6. Dszikw says:

    buy generic probalan online – buy tegretol 400mg order carbamazepine pills

  7. Wow, this poszt is good, mmy younger siswter is analyzinng
    thee kinds of things, therefore I aam gooing to conve her.

  8. Wysjsf says:

    order celebrex 100mg pill – indomethacin us indomethacin 75mg drug

  9. Hynqbh says:

    buy mebeverine 135 mg for sale – order colospa 135mg generic buy pletal generic

  10. Haave youu ever thouht abouut writing ann e-book orr gueswt authhoring
    oon othe blogs? I hace a bpog cenfered on tthe samje
    ideas youu discuss aand wkuld really like too hae you
    share some stories/information. I know my audience would value
    your work. If youu are evven remotely interested, ferl fee too send mee ann email.

  11. Tanks ffor finally talking about >আপনার প্রাত্যহিক
    জীবনে নতুন মাত্রা যোগ করবে ৭,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির স্যামসাং গ্যালাক্সি এম৬২
    – দৈনিক ডাক <Loved it!

  12. Qnusyn says:

    diclofenac 50mg price – aspirin 75mg drug buy aspirin generic

  13. What’s up, I chefk your neww stuff daily. Your humoristic style iis awesome,
    keep upp thee good work!

  14. Bdloox says:

    cheap rumalaya tablets – how to buy rumalaya order amitriptyline 10mg

  15. Jfttkz says:

    mestinon 60mg usa – azathioprine online order generic imuran 25mg

  16. Bvnwqz says:

    purchase diclofenac without prescription – order diclofenac purchase nimodipine generic

  17. Omjrap says:

    buy lioresal sale – buy piroxicam 20mg generic feldene 20mg sale

  18. Aetfcf says:

    purchase meloxicam generic – buy ketorolac pills toradol generic

  19. Wiapqa says:

    cyproheptadine cost – buy zanaflex online buy zanaflex generic

  20. My proigrammer is trying too convince mee to move tto .net from PHP.
    I have alwys disliked tthe ideda bwcause
    of thhe expenses. Buut he’s tryiong nobe thhe less. I’ve been using Movable-type on severral websites for aboutt a ysar andd amm
    worrieed abouut switching to another platform.
    I have heard fantaastic tthings abou blogengine.net. Is there a wway I can trasnsfer all
    my wkrdpress content into it? Any help woukd bbe reaoly appreciated!

  21. Lwlngn says:

    order artane for sale – buy cheap emulgel purchase diclofenac gel sale

  22. Eczmpe says:

    cefdinir online buy – buy generic cefdinir 300 mg clindamycin cheap

  23. Akjqnj says:

    order accutane without prescription – deltasone 10mg price oral deltasone 10mg

  24. Fxsdba says:

    prednisone 10mg usa – omnacortil 5mg uk buy elimite generic

  25. Vznnta says:

    purchase betnovate without prescription – purchase differin online cheap buy monobenzone medication

Leave a Reply

Your email address will not be published.