ঢাকা, শনিবার ০৪ মে ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন
ফোন করলেই করোনা রোগীর অক্সিজেন পৌঁছে দেবে রাজশাহী পুলিশ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফোন করলেই করোনা রোগীর বাড়িতে বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন, সঙ্গে যাবেন একজন চিকিৎসক। এই চমৎকার উদ্যোগটি নিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ উদ্দেশ্যে নগর পুলিশের পক্ষ থেকে ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’ গঠন করা হয়েছে।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। আরএমপির কন্ট্রোল রুমের মোবাইল নম্বরে ০১৩২০-০৬৩৯৯৮ ফোন করে অক্সিজেন সেবা পাবেন করোনা রোগীরা। উদ্বোধনের পর থেকেই সেবা দিতে শুরু করেছেন দায়িত্বরতরা।

উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত রোগীদের শুরু থেকেই অক্সিজেনের অভাব দেখা দেয়। এ সংকট থেকে সাধারণ জনগণ এবং দায়িত্বরত পুলিশ সদস্যসহ বিভিন্ন পেশার করোনা রোগীদের আরএমপির পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৫০টি অক্সিজেন সিলিল্ডার দিয়ে এ কার্যক্রমের যাত্রা শুরু হলো। দুই-এক দিনের মধ্যেই এ সংখ্যা ১০০তে উন্নীত হবে। প্রয়োজন অনুসারে অক্সিজেন সিলিন্ডার আরও সংযোজন করা হবে।

তিনি আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া রাজশাহীর আর কোনো হাসপাতাল বা ক্লিনিকে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ নেই। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করতে হলে হাসপাতালগুলোর অন্তত ২ থেকে ৩ মাস সময় লাগবে। রাজশাহীতে করোনা সংক্রমণের হার ভয়াবহ। সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। যে কেউ শ্বাসকষ্টে ভুগলে মোবাইলে কল করলে নগর পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছে দেবে।

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া সাজিদ হোসেন প্রমুখ।

One response to “ফোন করলেই করোনা রোগীর অক্সিজেন পৌঁছে দেবে রাজশাহী পুলিশ”

  1. … [Trackback]

    […] Read More here to that Topic: doinikdak.com/news/25891 […]

Leave a Reply

Your email address will not be published.

x