ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
ক্যান্সার আক্রান্ত ইসলামাবাদের গজালিয়ার ছমুদা খাতুন বাঁচতে চাই 
স্টাফ রিপোটার, ঈদগাঁও

ছমুদা খাতুন বাঁচতে চাই, তিনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান। চোখেমুখে বাঁচার আকুতি তার একটু সহায়তায় ছমুদা ফিরে পেতে পারে আবার নতুন স্বপ্নসহ সাংসারিকের কর্মময় জীবন।

কক্সবাজার সদরের ইসলামাবাদ পূর্ব গজালিয়া চরপাড়া গ্রামের দিনমজুর এবাদুল্লাহর স্ত্রী ছমুদা খাতুন ক্যান্সার রোগে আক্রান্ত। আর্থিক সহযো গিতার মাধ্যমে তার জীবন ফিরে পেতে পারে। সংসারের অভাব অনটন এবং আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা চালানো তার পক্ষে কষ্টকর হয়ে পড়ে। চোখেমুখে এখন অন্ধ কার। যন্ত্রনায় ছটফট করছে ছমুদা। অন্যের ঘর বাড়ীতে কাজ করে চলতো ছমুদা। অর্থের ফলে তার চিকিৎসা সেবা থমকে দাঁড়িয়ে আছে। তাঁর এমন দু:সময়ে পাশে কি কেউ নেই।

প্রায় এক বছর ধরে ছমুদা খাতুনের চিকিৎসায় পরিবারের সহায় সম্বল যা ছিল সব শেষ।  কক্স বাজার মেডিকেল কলেজ, ফুয়াদ আল খতিব হাসপাতাল ও ঈদগাঁও পপুলার ল্যাবসহ নানান হাসপাতালে ছমুদা খাতুনের চিকিৎসা করা হয়। অবস্থার অবনতি হলেই চট্রগ্রাম মেডিকেলে প্রেরন করে। এলাকার মানুষের সহযোগিতায় চট্রগ্রাম হাসপাতালে নিলেও ডাক্তার বেশ কিছু পরীক্ষা দেয়, পরীক্ষা খরচ ব্যয়বহুল হওয়ায় দুই দিনের পর ছমুদাকে ফের বাড়িতে নিয়ে আসেন পরিবার।

স্থানীয় মেম্বার সিরাজুল ইসলাস অসহায় ছমুদা অসুস্থ বলে জানান এই প্রতিবেদককে।

বর্তমানে এ অবস্থায় তাকে দেখার কি কেউ নেই। সকলের সহায়তায় ছমুদার মুখে হাসি ফুটাতে পারে। প্রয়োজনে-01864-325718।

x