ঢাকা, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
শোভনা গ্রামের চলাচলের একমাত্র কাঠের সেতুর বেহাল দশা
 রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া, খুলনা

খুলনা ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের শোভনা গ্রাম, ভদ্রা নদী।

এ জনপদের মানুষের চলাচলের একমাত্র ভরসা কাঠের সাঁকো। কিন্তু সেই কাঠের সাঁকোটিও এখন নরমল ও ঝুঁকিপূর্ণ। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছে স্থানীয়রা।সরেজমিনে গিয়ে জানা যায়, ভদ্রা নদীর  উপর আনুমানিক ২/৩ বছর আগে ভদ্রা নদী খনন করার সময় স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেন কাঠের সেতু। ভয়াবহ ইয়াস ফলে নদীতে পানির চাপ বেশী হওয়ায় জোয়ারের পানিতে তলিয়ে  সেই সেতুটিও কিছুটা ভেঙে যায়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রামের কয়েক হাজার মানুষ। বাধ্য হয়ে আবারো বাঁশ কাঠ দিয়ে পুনঃ সঙ্ককার   করেন স্থানীয় জনগণ ।

হাজারো মানুষের চলাচলের ফলে এই ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। নড়ভড়ে আর ঝুঁকিপূর্ণ জেনেও নিরুপায় হয়ে চলাচল করছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে একটি ব্রিজের দাবি তুললেও কোন ব্যবস্থা করেনি সংশ্লিষ্ট দপ্তর।

স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়ে নানা সময় প্রতিশ্রুতি পেলেও আলোর মুখ দেখিনি সেতু। তাই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। এতে যেকোনো সময় ভেঙে গিয়ে বড় ধরনের  দুর্ঘটনায় আশঙ্কা করছেন পথচারীরা ও স্থানীয়রা।

পথচারীরা ও স্থানীয়রা জানান, উপজেলার শোভনা ইউনিয়নের শোভনা গ্রামের কমপটক্ষে  হাজার পাঁচেক মানুষ প্রতি নিয়ত হাতিটানা কাঠের সেতু দিয়ে চলাচল করে।

এছাড়া স্কুল ও কলেজগামী শিক্ষার্থী এবং দুই উপজেলায় সরকারি বেসরকারি চাকরিজীবীরা প্রতিদিন চলাচল করে থাকেন সাঁকোর উপর দিয়ে

এলাকাবাসির বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, গত কয়েক বছর ধরে আমরা একটা ব্রিজের দাবি করে আসছি। কিন্তু নানা সময়ে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও আজও সেটা বাস্তবায়ন হয়নি। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছি।একই গ্রামের বয়বৃদ্ধ  জানান, কাঠের সাঁকোত উঠলে কইলজা ধকধক করে।

কখন যে ভাঙি পড়বো সেই ভয় নিয়া থাকি।

Leave a Reply

Your email address will not be published.

x