ঢাকা, শনিবার ০৪ মে ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
পরীক্ষা দিতে আসা দুই রাবি শিক্ষার্থী করোনায় আক্রান্ত
ভাস্কর সরকার (রাবি প্রতিনিধি)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০ জুনের পর ২০১৯ সালের স্থগিত পরীক্ষা সমূহ, আগামী ৪ জুলাই এর পর ২০২০ সালের পরীক্ষা সমূহ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বিগত ০৩ জুন, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য, উপ-উপাচার্য, ডিন, সকল বিভাগীয় সভাপতিদের সম্মিলিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

স্থগিত হওয়া পরীক্ষায় অংশগ্রহণ করতে রাজশাহীতে আসা দুই শিক্ষার্থীর করোনা পজেটিভ হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত দুই শিক্ষার্থী ফাইন্যান্স বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ২০ তম ব্যাচের শিক্ষার্থী সুলতানা হাসু ও মাহফুজা নিপা। করোনা পজেটিভ হওয়ার বিষয়টি তারা দুজনেই নিশ্চিত করেছেন।

আক্রান্ত হওয়া শিক্ষার্থীরা জানান, পরীক্ষা দেয়ার উদ্দেশ্য প্রায় সপ্তাহ খানেক পূর্বে রাজশাহীতে আসেন দুজন, মেস খোজাখুজি নিয়ে অনেক মানুষের সংস্পর্শে আসা হয়। করোনার উপসর্গ দেখা দিলে তারা নমুনা পরীক্ষা করতে দেন। গত ৮জুন তাদের দুই জনেরই করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারা দুই জন অনার্স শেষ বর্ষের পরীক্ষার জন্য রাজশাহীতে অবস্থান করছেন বলে জানিয়েছেন।

এই বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি জাহিদ হাসান বলেন, বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। তবে কারো করোনা সংক্রমণ হলে অবশ্যই পরীক্ষা পিছিয়ে দেয়া হবে।

তিনি আরো জানান, ২০ জুনের পর আমরা সম্ভাব্য একটা তারিখ দিয়েছি, তবে সবার আগে এমবিএ স্থগিত পরীক্ষা নেয়া হবে তারপর বিবিএর পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হবে। সবার সেফটি নিশ্চিত করেই সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, আবাসিক হলসমূহ বন্ধ রাখার শর্তে স্বশরীরে স্থগিত হওয়া পরীক্ষা ২০ জুন থেকে গ্রহণের সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন। ফাইন্যান্স বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল ২৭ জুন থেকে। সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছেন  এই দুই শিক্ষার্থী।

One response to “পরীক্ষা দিতে আসা দুই রাবি শিক্ষার্থী করোনায় আক্রান্ত”

  1. … [Trackback]

    […] Here you will find 75580 additional Info to that Topic: doinikdak.com/news/24239 […]

Leave a Reply

Your email address will not be published.

x