ঢাকা, সোমবার ০৬ মে ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন
ভোলার মেঘনায় কোস্টগার্ড-জলদস্যু গোলাগুলি, ৩ দস্যু আটক
আর জে শান্ত, ভোলা

ভোলার মেঘনায় কোস্টগার্ড ও জলদস্যুদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় কোস্টগার্ড সদস্যরা জাহাঙ্গির বাহিনীর প্রধান জাহাঙ্গিরসহ ৩ জলদস্যু কে আটক করেছে। সোমবার (৭ জুন) বিকালে ভোলা জেলার দৌলতখান উপজেলার ১নং মদনপুর ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় উদ্ধার করা হয়েছে ৩ টি দেশীয় পিস্তল, ২ টি রাম দা এবং ২টি করাত উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, জাহাঙ্গির বাহিনীর প্রধান জাহাঙ্গির (৪৫) আবদুর রহিম (৪৭), নুর আলম (৪০)। তাদের বাড়ি ভোলা সদরের বিভিন্ন ইউনিয়নে বলে কোস্টগার্ড জানিয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, মেঘনার দুর্ধর্ষ জলদস্যু জাহাঙ্গির বাহিনীর সদস্যরা মেঘনায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের ল্যা. এসএম তাহসিন রহমানের নেতৃত্বে একটি টিম মেঘনার মদনপুর চরে অভিযান চালায়।

এ সময় কোস্টগার্ডের উপস্তিতি টের পেয়ে দস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে কোস্টগার্ড দস্যুদের ধাওয়া করে ৩ জনকে আটক করে। কোস্টগার্ড দক্ষিন জোনের লেপ্টেন্যান্ট এসএম তাহসিন রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, দস্যুরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে কোস্টগার্ড অভিযানে নামলে  দস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালালে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। কোস্টগার্ড ১২-১৫ রাউন্ড গুলি বিনিময়ের পর  অস্ত্রসহ ৩ দস্যুকে আটক করতে সক্ষম হয়েছে।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় ডাকাতি এবং অস্ত্র ঘটনায় একটি মামলা দায়েরেরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

3 responses to “ভোলার মেঘনায় কোস্টগার্ড-জলদস্যু গোলাগুলি, ৩ দস্যু আটক”

  1. leonax.net says:

    … [Trackback]

    […] Read More on to that Topic: doinikdak.com/news/23354 […]

  2. … [Trackback]

    […] Read More Info here to that Topic: doinikdak.com/news/23354 […]

  3. … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/23354 […]

Leave a Reply

Your email address will not be published.

x