মেহেরপুরে ৮০ পিস ইয়াবাসহ মিলন হোসেন (৩০) নামের এক মাদক কারবারী কে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তেরাইল ডিগ্রী কলেজ পাড়া থেকে তাকে আটক করা হয়। মিলন হোসেন গাংনী উপজেলার তেরাইল কলেজ পাড়া কাবেল উদ্দিনের ছেলে।
জেলা ডিবি পুলিশের এস আই (নি:) হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নি:) মাহাতাব উদ্দিন, এএসআই (নি:)হেলাল উদ্দীন ও এএসআই (নি:) আহসান হাবীব গাংনী থানাধীন তেরাইল (ডিগ্রী কলেজপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেরাইল কলেজপাড়া এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ মিলন হোসেনকে আটক করা হয়েছে। সে কাঠের ফার্নিচারের ব্যবসার অন্তরালে এই মাদকের অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
Leave a Reply