ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
ভূমি সপ্তাহ উপলক্ষে শ্রীনগরে র‌্যালী
এম,এ কাইয়ুম মাইজভান্ডারি

এম,এ কাইয়ুম মাইজভান্ডারিঃ ভূমি সপ্তাহ উপলক্ষ্যে শ্রীনগরে র‌্যালী আয়োজন করাসহ প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ভূমিহীন ৪২টি আবেদনের প্রেক্ষিতে ২১টি পরিবারের মাঝে ভূমি ও ঘর বিতরনের যাচাই-বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষের  সভাপতিত্বে যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন।

এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, (কানুনগো) মোঃ জাহাঙ্গীর  ও সার্ভেয়ার মোঃ মোসলেম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।

x