ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামে নিজ বাড়ীর সামনে মাছ ধরা দেখতে গিয়ে বজ্রপাতে এক কিশোরী ও এক শিশু নিহত হয়েছেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামের, অনু ফরাজী বাড়ির মোহাম্মদ সোলেমান প্রকাশ মিস্টারের মেয়ে। স্থানীয় কাটাখিলা সামাদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী সাজেদা আক্তার সাথী (১৫) ও তার ফুফাতো ভাই চরসাহাভিকারী গ্রামের মোহাম্মদ বাহার মিয়ার ছেলে আলামিন (৬) রবিবার(৬ জুন) সকাল ১০ টার সময় বৃষ্টি ও বজ্রপাতের সময় বাডীর সামনে মাছ ধরা দেখতে যায়,এ সময় বজ্রপাতে আহত হয়ে মাটিতে লুটে পড়েন তারা। স্থানীয় এলাকাবাসী দুজনকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বগাদানা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বজ্রপাতে নিহত দুইজন সম্পর্কে মামাতো বোন ও ফুফাতো ভাই। একই পরিবারের দুই জন নিহত হওয়ার ঘটনায় পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
বজ্রপাতে নিহতদের পরিবার কে সমবেদনা জানান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন এসময় নিহতের পরিবারকে আর্থিক অনুদান হিসেবে (১০.০০০) টাকা প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, প্যানেল চেয়ারম্যান ও বগাদানা ইউনিয়ন আওয়ামীলিগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন বাবুল। সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন।
Leave a Reply