ঢাকা, বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন
রাজশাহী অঞ্চলে কঠোর লকডাউন চায় মহানগর ১৪ দল
অনলাইন ডেস্ক

রাজশাহী অঞ্চলে বিশেষ লকডাউনের পরও করোনা রোগীর সংখ্যা হু হু করে বাড়ছেই। এখানে করোনা শনাক্তের হার ৫০ শতাংশের উপরে। এ কারণে বিশেষ লকডাউনের পরিবর্তে কঠোর লকডাউন চায় রাজশাহী মহানগর ১৪ দল।

রাজশাহী ১৪ দলের নেতৃবৃন্দ কঠোর লকডাউন দেয়ার দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।

অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে সর্বশেষ ৩৬৬ জনের নমুনা পরীক্ষায় ১৮৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। করোনা ওয়ার্ডে ভর্তি আছে ২৩৫ জন রোগী ও আইসিউতে ভর্তি আছে ১৬ জন রোগী।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চাপাইনবাবগঞ্জের ৩ জন , রাজশাহী ১ জন রোগী , নাটোরের ১ জন ও চুয়াডাঙ্গার ১ জন রোগী ।

রাজশাহীর সিভিল সার্জন ডাঃ কাইয়ুম তালুকদার বলেন, রোগীরা ক্রিটিক্যাল পরিস্থিতিতে হাসপাতালে যাচ্ছে। অল্প সমস্যা নিয়ে হাসপাতালে গেলে তাদের সহজেই চিকিৎসা দেয়া যেত, ভালো হতো।

Leave a Reply

Your email address will not be published.

x