ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নাটক সংশ্লিষ্টদের প্রতি স্বাস্থ্যবিধি নির্দেশনা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

এই হুমকি মোকাবেলায় কেবলমাত্র স্বাস্থ্য সচেতনতাই পারে করোনা ভাইরাসকে পরাস্ত করতে: নাটকের আন্তঃসংগঠন

করোনার দ্বিতীয় ঢেউ চলমান। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর হারও উর্ধ্বমুখী। সোমবার (৫ এপ্রিল) থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার।

এমন অবস্থায় স্বাস্থ্য ঝুুঁকির কথা মাথায় রেখে সকল সদস্যদের প্রতি কিছু নির্দেশনা দিয়েছেন টিভি সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা।

বিজ্ঞাপন

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘসহ সংশ্লিষ্ট আরও সংগঠনের নেতাদের যৌথ সিদ্ধান্তে দেয়া স্বাস্থ্যবিধির এক নির্দেশনায় বলা হয়, ‘‘আমাদের সকলের জীবন ঝুঁকিমুক্ত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আপাতত কোন পথ নেই। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে নিয়ম মেনে চলারও সবাইকে আহ্বান জানানো হয়।’’

স্বাস্থ্যবিধি নির্দেশনার শুরুতেই আন্তঃসংগঠনের পক্ষে বলা হয়, ‘‘এবারের করোনা ভাইরাস আরও বেশি শক্তিশালী হয়ে আমাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এই হুমকি মোকাবেলায় কেবলমাত্র স্বাস্থ্য সচেতনতাই পারে করোনা ভাইরাসকে পরাস্ত করতে।’’

আন্তঃসংগঠনের স্বাস্থ্যবিধি নির্দেশনা

 

 

 

 


নিউজ সোর্সঃ নাটক সংশ্লিষ্টদের প্রতি স্বাস্থ্যবিধি নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *