ঢাকা, বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩, ০৬:৩৭ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব গ্রহণ
ভাস্কর সরকার (রাবি প্রতিনিধি)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহকারী প্রক্টর ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লিয়াকত আলী ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেছেন।

রোববার (৩০ মে) সকালে বিদায়ী প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান তাঁর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতি, সহকারী প্রক্টরবৃন্দ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৭ মে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের কার্যকালের মেয়াদ শেষ হওয়ায়, সহকারী প্রক্টর লিয়াকত আলীকে নতুন প্রক্টর নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব প্রদান করা হয়। উল্লেখ্য এর আগে তিনি সহকারি প্রক্টরের দায়িত্বে ছিলেন ৷

Leave a Reply

Your email address will not be published.

x