করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চিকিৎসকের পরামর্শে নাসিমা সুলতানা আইসোলেশনে চলে গেছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন তিনি। তার বিশেষ কোনো শারীরিক সমস্যা দেখা যায়নি বলেও জানানো হয়।
এ নিয়ে গত ১৫ দিনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা, কর্মচারী করোনা আক্রান্ত হলেন।
সম্প্রতি দেশে করোনা আক্রান্তের হার বেড়ে গেছে। একদিন আগে দেশে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। ৬ হাজার ৪৬৯ জন আক্রান্তের বিপরীতে মৃত্যু হয়েছে ৫৯ জনের। নিউজ সোর্সঃ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক করোনায় আক্রান্ত