ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী
Reporter Name

ভাস্কর সরকার,রাবি প্রতিনিধিঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমানের মেয়াদ শেষ হওয়ায় নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী প্রক্টর ও পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক লিয়াকত আলী।

বৃহস্পতিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর আবদুস সালাম প্রেরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশপত্রে উল্লেখ করা হয়, নতুন প্রক্টর নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিনি ভাতা প্রাপ্য হবেন।

x