ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
নগরকান্দায় বৃদ্ধা মা’কে তালাবদ্ধ করে ঘরে আটকিয়ে রেখে নির্যাতন ছেলের বিরুদ্ধে
Reporter Name
মান্দায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে মানসম্মান ক্ষুন্ন করায় থানায় অভিযোগ

মিজানুর রহমান,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৌরসভা এলাকায় করপাড়া গ্রামে শতবর্ষী নারী কে পরিত্যক্ত ঘরে আটক করে অমানুষিক নির্যাতন চালায় ছেলে রমেন মন্ডল।

বৃদ্ধা মাকে ঘরে তালাবদ্ধ করে আটক রাখার খবর স্হানীয় সংবাদকর্মীরা জানতে পারে এবং ২২ মে বেলা ১২ টার সময় ঘটনা স্থল রমেন মন্ডলের বাড়িতে গিয়ে পরিত্যক্ত ঘর থেকে তাকে মুক্তকরেন।দরজার তালা খুলেন ছেলে রমেন মন্ডল নিজেই।কয়েক মাস বৃদ্ধা মা’ কে পরিত্যক্ত ঘরে  তালাবদ্ধ করে আটকে রেখে  শারীরিক মানসিক নির্যাতন করে। বৃদ্ধা মা’কে ঘরে আটক রাখার বিষয় ছেলে রমেন মন্ডল   শিকার করেন।ছেলে ও তার বউয়ের নির্যাতনের বিচারের দাবি জানান এলাকাবাসীর।

x