ভাস্কর সরকার (রাবি প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিক্রি করা গণকবরের মাটিতে পাওয়া পাঁচটি মর্টারশেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (২১ মে) দুপুর পৌনে ২টার দিকে মতিহার থানার পশ্চিম বুধপাড়া এলাকায় নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম ডিজপোজাল টিম।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সিদ্দিকুর রহমান।
তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার মাঝিরা ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন মিনহাজের নেতৃত্বে ২৫ জনের একটি দল মর্টারশেল উদ্ধার হওয়ার স্থানে উপস্থিত হন। পরে পরিত্যক্ত মর্টারশেলগুলো নিষ্ক্রিয় করেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, একমাস আগে নিজের নিচু জমি ভরাট করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবরের পুকুর থেকে মাটি ক্রয় করেন স্থানীয় পশ্চিম বুধপাড়া এলাকার মংলা নামের এক ব্যক্তি।
বৃহস্পতিবার জমির মাটি সমান করতে গিয়ে ক্রয়কৃত মাটির ভেতর থেকে একে একে চারটি মর্টারশেল পান তিনি। শুক্রবার সকালে আরও একটিসহ মোট পাঁচটি মর্টারশেল পেয়েছিলেন তিনি।
পরে বিষয়টি মতিহার থানা পুলিশকে জানালে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি মর্টারশেল উদ্ধার করে এবং তাদের হেফাজতে নিয়ে জায়গাটি ঘিরে রাখে।
এরপর আজ সেগুলো ধ্বংস করেন সামরিক বাহিনীর সদস্যরা।
… [Trackback]
[…] Find More here to that Topic: doinikdak.com/news/17434 […]
… [Trackback]
[…] Read More Information here on that Topic: doinikdak.com/news/17434 […]
… [Trackback]
[…] Find More here to that Topic: doinikdak.com/news/17434 […]
… [Trackback]
[…] Find More Info here to that Topic: doinikdak.com/news/17434 […]