ঢাকা, বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ০১:২২ অপরাহ্ন
রোজিনার উপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মঠবাড়িয়ায় মানববন্ধন
Reporter Name
মঠবাড়িয়ায় সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে মানববন্ধন

এস এইচ নিরব : পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের উপর হাওয়া নিঃশর্ত হামলা ও তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মঠবাড়িয়া উপজেলা শাখা

আজ সকল ১০টায় বৃহস্পতিবার শহরের কেন্দ্রীয় এ মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মঠবাড়িয়া উপজেলা শাখার মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি হারুন-অর-রশিদ,

এসময় বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি ফারুক হোসেন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আঃ রহমান নোমান, মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা সুলতানা রোজি, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এজাজ চৌধুরী, সদস্য শাকিল বাবু প্রমূখ। সুশীল সমাজের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাবু লিটন সমাদ্দার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কমিশনার হেমায়েত উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন ফেস দ্যা পিপল নিউজ ও দৈনিক ডাক  এর মঠবাড়িয়া প্রতিনিধি এস এইচ নিরব ।

এসভায় বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম সহ তার সহযোগীদের গোপন তথ্য পেয়েছিল সাংবাদিক রোজিনা ইসলাম সেই তথ্য যাতে  ফাস না হয় সেজন্য মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করে মামলায় ফাঁসিয়ে দেয়, অনতিবিলম্বে অতিরিক্ত স্বাস্থ্যসচিব জেবুন্নেসা এবং তার সহযোগীদের দেব  বিপুল অবৈধ অর্থ ও ব্যাংক হিসাব জব্দ করে সঠিকভাবে অনুসন্ধান করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান এবং রোজিনা ইসলামের নিঃশ্বর্ত মুক্তি না দেয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা করেন।

2 responses to “রোজিনার উপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মঠবাড়িয়ায় মানববন্ধন”

  1. … [Trackback]

    […] Find More on on that Topic: doinikdak.com/news/17418 […]

  2. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/17418 […]

Leave a Reply

Your email address will not be published.

x