ঢাকা, সোমবার ১৬ জুন ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
রাবি নৃ-বিজ্ঞান বিভাগের নতুন সভাপতি কামাল পাশা
Reporter Name

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক কামাল পাশা।

রোববার দুপুরে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমেদ তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ, সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম, ড. মোহাম্মদ আলতাফ হোসেন, মো. গোলাম ফারুক সরকার, মো. লিটন হোসেন, সহকারী অধ্যাপক, মোস্তাফিজুর রহমান ও প্রভাষক রাদিয়া আওয়াল তৃষা।

কামাল পাশা শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স শেষ করেন। ২০০২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করেন।

x