জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাস প্রতিরোধে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের দলীয় নেতাকর্মীদের মাঝে বিসিবি সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের ব্যাক্তি উদ্যোগে ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শহরের কমলপুর নিউটাউন এলাকায় বেক্সিমকো ফার্মা কোম্পানীর অফিসের সামনে ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ১২টি ওয়ার্ডের নেতারা কর্মীদের মাঝে এ মাস্ক বিতরন করা হয়। মাস্ক বিতরনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এ সময় তিনি বলেন করোনা মহামারীতে বিসিবি সভাপতি ও সাংসদ নাজমুল হাসান পাপন তার ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। তবে এ সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,পৌর আওয়ামীলীগের সভাপতি এস,এম,বাকি বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ,প্রয়াত রাষ্ট্রপতির সাবেক এপিএস সাখাওয়াত হোসেন।এ সময় উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।