মঙ্গলবার (৩০ মার্চ) ভোরে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছেন জনপ্রিয় পাঞ্জাবী গায়ক দিলজান (৩১)। দুর্ঘটনাটি ঘটেছে মূলত অমৃতসর-জলন্ধর মহাসড়কে।
মঙ্গলবার ভোরে করতারপুরের নিজ বাড়িতে ফিরছিলেন দিলজান। এসময় অমৃতসরের জাণ্ডিয়ালা গুরু শহরের নিকটে অমৃতসর-জলন্ধর মহাসড়কে একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার সম্মুখীন হয় দিলজানের গাড়িটি। দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দিলজানের গাড়িটিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। ফলে সঙ্গে সঙ্গেই দুমড়ে-মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। এমনকি সেখানেই আটকে যান গায়ক দিলজান। এরপর গ্যাসকাটার দিয়ে গাড়ির সামনের অংশ কেটে দিলজানকে বাইরে বের করে নিয়ে আসা হয়। সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
২০১২ সালে ‘সুর কে সিতার’ রিয়্যালিটি শোয়ের মধ্য দিয়ে পরিচিতি পেয়েছিলেন গায়ক দিলজান। এ দিন দিলজানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে পাঞ্জাবি গানের জগতের শিল্পীদের মধ্যে।
Leave a Reply