ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
আমি ছিলাম অনাকাঙ্ক্ষিত সন্তান: কঙ্গনা
Reporter Name

কঙ্গনা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সমালোচনা করে বিতর্কের ঝড় তুলেছেন। এবার তিনি জন্মদাতা বাবা-মাকেও ছাড় দিলেন না।

নির্মাতা বিবেক অগ্নিহোত্রী এক টুইটে কঙ্গনার প্রশংসা করে লিখেছেন, ‘করোনাকালেও ক্রমাগত কাজ করে গিয়েছেন কঙ্গনা। এজন্য তাকে পুরস্কার দেয়া উচিত। নতুন শিল্পীদের উচিত কঙ্গনার থেকে শিক্ষা নেয়া।’

বিবেক অগ্নিহোত্রীর টুইটের উত্তরে কঙ্গনা লিখেছেন, “আমি ছিলাম অনাকাঙ্ক্ষিত মেয়ে শিশু। আর এখন আমি সবচেয়ে ভালো নির্মাতা, শিল্পী ও টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করি। আমি আমার কাজকে ভালোবাসি। অর্থ কিংবা জনপ্রিয়তার জন্য নয়। কেউ যখন বলে, ‘শুধু তুমিই পারবে কাজটি করতে’, তখন আর নিজেকে ‘অনাকাঙ্ক্ষিত’ মনে হয় না। প্রয়োজনীয় মনে হয়।”

২২ মার্চ চতুর্থ জাতীয় পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। পরের দিনই তিনি প্রকাশ করেন বহু প্রতীক্ষিত ‘থালাইভি’ সিনেমার ট্রেলার। সেখানে তামিলনাড়ুর ‘আম্মা’ জয়ললিতার ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিটি মুক্তি পাবে ২৩ এপ্রিল।

x