ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
ভারত থেকে অস্ট্রেলিয়া গেলে ৫ বছরের জেল
Reporter Name

অস্ট্রেলিয়া প্রবাসী হোন বা নাগরিক, সেখানে পৌঁছানোর ১৪ দিনের মধ্যে যদি ভারত সফর করে থাকেন তবে অস্ট্রেলিয়ায় প্রবেশ আপনার জন্য নিষিদ্ধ।

ভারতে একদিনে শনাক্ত চার লাখের ওপরে, মৃত্যু সাড়ে ৩ হাজার। যারা নিয়ম মানবেন না তাদের জন্য ৫ বছরের জেল ও জরিমানার সাজাও থাকবে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা।

শুক্রবার জারি হওয়া ক্ষণস্থায়ী জরুরি এই সিদ্ধান্ত অনুযায়ী, এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়া বাড়ি ফেরাকে অপরাধ হিসেবে গণ্য করা হলো।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশ ভারতে এখন করোনা সংক্রমণের হার তীব্র। দেশে করোনা সংক্রমণ রোধের পদক্ষেপ হিসেবে তাই সেখান থেকে সফর থামাতে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট এক বিবৃতিতে বলেন, আগামী ৩ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। নিষেধাজ্ঞা অমান্য করলে সাজা ও ৫ বছরের কারাদণ্ড হতে পারে।

হান্ট আরো বলেন, সরকার খুব হালকাভাবে এই সিদ্ধান্ত নেয়নি। অস্ট্রেলিয়ার জনস্বাস্থ্য ঝুঁকিতে আছে এবং কোয়ারেন্টাইন সুবিধার জন্য করোনাভাইরাস সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমানো গেছে।

১৫ তারিখের পর এই সিদ্ধান্ত আবার বিবেচনা করা হবে।

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯১ লাখ ছাড়িয়েছে আর প্রাণ হারিয়েছে ২ লাখ ১১ হাজারের বেশি মানুষ।

অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের ফলে ৯০০০ অষ্ট্রেলিয়ান ভারতে আটকা পড়ে গেলো তাদের মধ্যে ৬৫০ জন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের হার ভালোভাবেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া। ২০২০ সালের মার্চে তারা তাদের সীমান্ত বন্ধ করে দেয়। দেশটিতে এই ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২৯ হাজার ৮০০ জন আর প্রাণ হারিয়েছে ৯১০ জন।

4 responses to “ভারত থেকে অস্ট্রেলিয়া গেলে ৫ বছরের জেল”

  1. NKSFB says:

    … [Trackback]

    […] Here you will find 65514 additional Info to that Topic: doinikdak.com/news/11599 […]

  2. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/11599 […]

  3. … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/11599 […]

  4. … [Trackback]

    […] Read More Information here on that Topic: doinikdak.com/news/11599 […]

Leave a Reply

Your email address will not be published.

x