ভারতের গুজরাটের বারুচে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১ টার দিকে করোনা ওয়ার্ডে আগুন লাগে। মর্মান্তিক কিছু ভিডিওতে রোগীদের স্ট্রেচার ও হাসপাতালের বেডে দেখা গেছে।
চার তলা ওই কল্যাণ হাসপাতালে যখন অগ্নিকান্ডের ঘটনা ঘটে তখন সেখানে অন্তত ৫০ জন রোগী ছিলো। স্থানীয়রা ও ফায়ারসার্ভিসের কর্মীরা রোগীদের উদ্ধার করে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
এক পুলিশ কর্মকর্তা পিটিআইকে বলেন, ভোর সাড়ে ৬টার দিকের খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ১৮। আগুন লাগার পরপরই আমরা ১২ জনের মৃত্যুর তথ্য পাই।
আগুন ও তীব্র ধোঁয়ায় ওই ১২ জনের মৃত্যু হয় বলে জানান সিনিয়র পুলিশ অফিসার রাজেন্দ্রসিন চুদাসামা।
তবে বাকি ছয়জন ওই হাসপাতালেই মারা গেছেন নাকি তাদের অন্য কোথাও সরানোর সময় মারা গেছেন তা জানা যায়নি।
গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরে বারুচ-জাম্বুসার হাইওয়েতে অবস্থিত এই করোনাভাইরাস বিশেষায়িত হাসপাতালটি পরিচালনা করে একটি ট্রাস্ট।
ঘণ্টাখানেকের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।