ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
ছাত্রদের উদ্যোগে মাদরাসার এতিম বাচ্চাদের ইফতার বিতরণ!
Reporter Name

নাজমুল হাসান নবীন. জেলা প্রতিনিধি বরিশাল: পটুয়াখালী মির্জাগঞ্জের  ঝাটিবুনিয়া ম.ই. মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি’১৭ ব্যাচের উদ্যোগে মহিষকাটা ছালেহিয়া দ্বীনিয়া মাদরাসার শিশু সনদ ও ইয়াতিমখানায়  ইফতার এবং সিমেন্ট  বিতরণ  করা হয়।

প্রায় শতাধিক ছাত্রদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠভাবে ইফতার   বিতরন করা হয়,ইফতার বিতরনী  শেষে

মাদরাসা সংলগ্ন মসজিদের চলমান কাজের জন্য ৭ বস্তা সিমেন্ট মাদরাসা কমিটির কাছে  হস্তান্তর করা হয়।পাশাপাশি দুইজন গরীব মানুষকে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে।

উক্ত ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাটিবুনিয়া ম.ই. মাধ্যমিক বিদ্যালয়ের( ভারপ্রাপ্ত)  প্রধান শিক্ষক মো:আব্দুস সত্তার সহ অন্যান্য  শিক্ষকবৃন্দ এবং  ৩নং আমড়াগাছি ইউনিয়ন  ৯নং ওয়ার্ড আওয়ামী লিগের সাধারণ সম্পাদক  মাদরাসার প্রতিষ্ঠাতা জনাব ওয়ালিদ হোসেন খান,   দৈনিক সাহসী কন্ঠ বরিশাল জেলা প্রতিনিধি জাকারিয়া মাহমুদ প্রিন্স,মো.নেছারুল্লাহ জিসান,রিয়াদ খান,প্রিন্স মাহমুদ সাগর,জাহিদুল ইসলাম,মিজানুর রহমান,হাসিবুল ইসলাম সহ মাদরাসা কমিটির সদস্যবৃন্দ।

x