গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে গাঁজাসহ রাকিব হাসান ও আব্দুল হালিম নামে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। আটককৃত রাকিব হাসান উপজেলার ঝাউপাড়া দাখিল মাদ্রাসার সুপার গুরুদাসপুর মহল্লার মাও. আফসার আলীর ছেলে এবং আব্দুল হালিম খামারনাচকৈড় মহল্লার ইমান আলীর ছেলে।
বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে নাটোর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, তারা দীর্ঘ দিন মাদক ব্যবসা করে আসছে। তারা প্রকৃত মাদক ব্যবসায়ী। নারি বাড়ী এলাকায় মাদক বিক্রির সময় পলিশ তাদের আটক করেছে