করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই থাকবেন। তাঁর সব পরীক্ষা-নিরীক্ষা এখনো শেষ হয়নি। সব পরীক্ষা শেষে চিকিৎসকদের পর্যালোচনার পর বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
আজ বুধবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত রাতে কিছু পরীক্ষা হয়েছে। আজও কিছু পরীক্ষা হবে। প্রয়োজনে আগামীকালও কিছু পরীক্ষা হতে পারে।
এভারকেয়ার হাসপাতালে ডা. শাহাবউদ্দিন তালুকদার ছাড়াও আরও কয়েকজন চিকিৎসক এ দলে যুক্ত হয়েছেন বলেও জানান জাহিদ হোসেন। তিনি বলেন, প্রয়োজন পড়লে আরও দুদিন হাসপাতালে থাকতে পারেন খালেদা জিয়া।