ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ১০:১০ অপরাহ্ন
টাঙ্গাইলের সখীপুরে ৫ লাখ টাকার শাল-গজারি কাঠ উদ্ধার
Reporter Name

মো. শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে প্রায় ৫ লাখ টাকা মূল্যের শাল-গজারি কাঠ উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (২৭ এপ্রিল)  দুপুরে বহেড়াতৈল  রেঞ্জ কর্মকর্তা এএইচএম এরশাদের নেতৃত্বে বহেড়াতৈল সদর বিটের গড়গোবিন্দপুর এলাকা থেকে কাঠ গুলি উদ্ধার করা হয়।

দূর্বৃত্তরা পাচারের উদ্দেশ্যে কাঠ গুলি বনের ভিতর গাছের লতা পাতা দিয়ে লুকিয়ে রেখেছিল। এ সময় স্থানীয় বিট কর্ম-কর্তাসহ বন প্রহরীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এএইচএম এরশাদ বলেন, দীর্ঘ দিন ধরে একটি সংঘবদ্ধ  চোরাই কাঠ ব্যবসায়ী সখীপুরের সংরক্ষিত শাল-গজারি কাঠ  কেটে  দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে মজুদ করা প্রায় ৫ লাখ টাকার কাঠ জব্দ করে বন আইনে মামলা  করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

x