ঢাকা, বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন
কানাডায় করোনায় মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল 
Reporter Name

কানাডায় করোনায় মৃতের সংখ্যা কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না। গতবছর মার্চ মাসে সর্বপ্রথম বৃটিশ কলম্বিয়ায় করোনা ভাইরাস শনাক্ত হয়। তারপর থেকে মৃতের সংখ্যা বাড়তে বাড়তে এখন ২৪ হাজার ছাড়ালো।

সর্বশেষ তথ্য অনুযায়ী করোনায় আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৮৭ হাজার ৯১৮ জন,মারা গেছে ২৪ হাজার ২৪ জন এবং সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৮ হাজার ৭ শত ১৫ জন।

বিজ্ঞাপন

এছাড়াও,কানাডার প্রধান চারটি প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও, কুইবেক এবং আলবার্টায় করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়েছে যা জনমনে আতঙ্কের সৃষ্টি করছে।

প্রতিদিনই আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। ইতিমধ্যেই কয়েকটি প্রদেশে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিকে কানাডা ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ভ্যাকসিনের কোনো ঘাটতি যেন না পড়ে সেজন্য কয়েক কোটি ডোজ টিকার ব্যবস্থা করেছে । চুক্তি হয়েছে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে ভ্যাকসিন উৎপাদনকারী একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি শেষে কয়েক কোটি ডোজ সুরক্ষিত রাখার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

কানাডার বৃহত্তম প্রদেশ অন্টারিওর হাসপাতালগুলো অধিক সংখ্যক কোভিড রোগীর চিকিৎসা নিশ্চিত করতে ঐচ্ছিক অস্ত্রোপচারসহ জরুরি নয় এমন চিকিৎসা কমিয়ে আনতে শুরু করেছে ।এ ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট শুক্রবার বলেন, এ সিদ্ধান্তের ফলে অন্টারিওর হাসপাতালগুলোতে আইসিইউ সক্ষমতা এক হাজার শয্যা পর্যন্ত বেড়ে যাবে।

অন্যদিকে কানাডায় প্রবেশ ও দেশের অভ্যন্তরে ভ্রমণকে নতুন করে সীমিত করার কথা ভাবছে সরকার। মহামারির তৃতীয় ঢেউয়ে সংক্রমণের নতুন নতুন রেকর্ড তৈরি অব্যাহত থাকায় এ উদ্যোগের কথা বিবেচনা করা হচ্ছে। এর মধ্যেও আশার কথা হলো ভ্যাকসিনেশনে নতুন উচ্চতায় পৌঁছেছে কানাডা।


নিউজ সোর্সঃ কানাডায় করোনায় মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল 

One response to “কানাডায় করোনায় মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল ”

  1. … [Trackback]

    […] Find More here on that Topic: doinikdak.com/news/10121 […]

Leave a Reply

Your email address will not be published.