ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
২৪ ঘন্টায় সিলেটে করোনায় নতুন আক্রান্ত ১১৩ জন, ৪ জনের মৃত্যু
Reporter Name

করোনায় ২৪ ঘন্টায় ৪ মৃত্যু দেখলো সিলেটবাসী। কোভিড-১৯ করোনাভাইরাস সিলেটে দিনদিন ভয়ানক রুপ ধারণ করছে। তবুও কোনো কিছুর তোয়াক্কা না করেই চলাচল করছেন যে যার মতো করে। আর এতেই বাড়ছে সংক্রমণ।ঘটছে প্রাণহানির ঘটনা।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন। তার মধ্যে ৭০ জনই সিলেটের। একই সময়ে সুস্থ হয়েছেন ১৪২ জন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১১৩ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৭০ জন, সুনামগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১৪ জন, হবিগঞ্জে ১০ জন, ওসমানী মেডিক্যালে আরও ১৫ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ১১৩ জনসহ সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৪৮ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭১১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৯৮ জন, হবিগঞ্জে ২ হাজার ২৮৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৫৫ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪২ জন। এরমধ্যে সিলেটের ১৩০ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারের ১২ জন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৯৪১ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ৫৪১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৭৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৩ জন সুস্থ হয়েছেন।

সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৮৭ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ২ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ৪ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১৯ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৪৯ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন রয়েছেন।

x