ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
ঢাকায় নিউজিল্যান্ড দল
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তাদের আসার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাণিজ্যিক বিমানে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে ২১ সদস্য নিয়ে তারা ঢাকায় এসেছেন। সেখান থেকে তারা সরাসরি চলে যাবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। থাকবেন তিনদিনের কোয়ারেন্টিনে। প্রথমদিনেই হবে করোনা পরীক্ষা।

নিউজিল্যান্ডের ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডের সঙ্গে সাপোর্ট স্টাফ মিলিয়ে সফরকারীদের সদস্য সংখ্যা ২৬ জন। এর মধ্যে ৫ জন আগেই বাংলাদেশে এসেছেন।

এদিকে, পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটিতে যুক্তরাষ্ট্রে যাওয়া সাকিব আল হাসানেরও এদিন দেশে ফেরার কথা রয়েছে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। সিরিজের বাকি চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল:

টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি,স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র , বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

Leave a Reply

Your email address will not be published.

x