ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
চট্টগ্রামে একদিনে আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ৪৩৮
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এদিনে দুই হাজার ২৫০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৩৮ জনের।

মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এ দিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৯ দশমিক ৪৬ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্ত ৯৫ হাজার ৪৮২ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। এর মধ্যে সাতজন উপজেলায় এবং চারজন নগরের। দুই হাজার ২৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৭৯ জন এবং উপজেলায় ১৫৯ জন।

সোমবার চট্টগ্রামে এক হাজার ৭৮৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৩০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ১৩ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় সাত ব্যক্তির মৃত্যু হয়।

x