ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
কুমিল্লায় একদিনে করোনায় ৯ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন নারী ও ৩ জন পুরুষ। এ সময় ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৬৬৮ জনের নমুনা পরীক্ষায় ১৬৪ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬ হাজার ৩৬৯ জনে। আক্রান্তের হার ২৪ দশমিক ৬ শতাংশ।

এদিকে নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৮ জন, আদর্শ সদরের ১ জন, সদর দক্ষিণে ২ জন, বুড়িচংয়ে ৩৬ জন, ব্রহ্মণপাড়ায় ৫ জন, চান্দিনায় ১৩ জন, চৌদ্দগ্রামে ১ জন, লাকসামে ৩ জন, দেবীদ্বারে ৭ জন, দাউদকান্দিতে ৩২ জন, লাকসামে ৩৩ জন, লালমাইয়ে ৬ জন, বরুড়ায় ৫ জন, মেঘনার ৪ জন এবং হোমনা উপজেলায় ১ জন রয়েছেন।

x