ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
আবারও ব্যর্থ হলেন সৌম্য সরকার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ব্যর্থতার বৃত্তেই আটকে আছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যাশিত ব্যাটিং করতে পারছেন না এ ওপেনার। আগের তিন ম্যাচে ২, ০ ও ২ রানে আউট হওয়া সৌম্য এদিন ফেরেন ১০ বলে ৮ রান করে।

সৌম্যর বিদায়ের মধ্য দিয়ে ৩.৩ ওভারে ২৪ রানে ভাঙল ওপেনিং জুটি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ খেলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সিরিজের প্রথম তিন ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ চতুর্থ খেলায় উইনিং কম্বিনেশন ভাঙেনি।

অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তান। তৃতীয় ম্যাচে অভিষেকে হ্যাটট্রিক করা নাথান এলিস ও অ্যাডাম জাম্পার পরিবর্রতে খেলছেন মিচেল সোয়েপসন ও অ্যান্ড্রু টাই।

সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২১ রানে গুটিয়ে দিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় টাইগাররা।

শুক্রবার তৃতীয় ম্যাচে ১২৭ রান করেও দুর্দান্ত বোলিং করে ১০ রানের জয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

টানা তিন ম্যাচ জয়ের ধারাবাহিকতা আজ চতুর্থ ম্যাচেও অব্যাহত রাখতে চায় স্বাগতিক বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published.

x