নিহতের ভাই উজ্জল সরকার জানান, মলয় সরকার ইতোপূর্বে করোনার দুইটি টিকা দেন। কিন্তু দুমাস আগে তিনি অসুস্থ হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে। তিন সপ্তাহ আগে পরীক্ষায় নিগেটিভ হয়। এরপর বাড়িতে থাকার সময় তিন দিন আগে গত শুক্রবার তার অবস্থার অবনতি ঘটলে তাকে আবার রামেকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২ আগস্ট) বিকেলে তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে তাকে দাহ করানো হয়।
এনিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেলেন। গতবছর ১৭ মার্চ শুরু থেকে গত মে মাস পর্যন্ত এখানে মারা যান চারজন। এছাড়া জুন মাসে সাতজন ও জুলাই মাসে পাঁচজনের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সোমবার এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ছয়জনের নমুনা পরীক্ষায় নতুন দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরা হলেন, উপজেলার হাতুড় গ্রামের আব্দুল কাদেরের ছেলে মনিরুল ইসলাম (৪২) ও এনায়েতপুর গ্রামের আল মামুনের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫)। এনিয়ে এই উপজেলায় মোট আক্রান্ত হলেন ৫০১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭০। বর্তমানে আক্রান্ত রয়েছেন ১৫ জন।