ঢাকা, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
বিধিনিষেধের বিরুদ্ধে ফ্রান্সে বিক্ষোভ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
?????????????????????????????????????

ফ্রান্সে করোনাভাইরাস বিধিনিষেধের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। রাজধানী প্যারিসে কয়েক হাজার মানুষ অন্তত তিনটি র‍্যালিতে ভাগ হয়ে বিক্ষোভ-মিছিল করেছেন। সরকারের ভ্যাকসিন ক্যাম্পেইনের বিরুদ্ধেও বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। সহিংসতায় রূপ নেওয়া ঠেকাতে দাঙ্গা পুলিশ টিয়ারশেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। সিংহভাগই ইয়োলো ভেস্ট আন্দোলনের কর্মী। তাদের বেশিরভাগের মুখেই মাস্ক ছিল না।

বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ফ্রান্সের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। এসময় তারা দেশের রেস্টুরেন্ট, বার বা কোনো সাংস্কৃতিক কেন্দ্রে যেতে হেলথ পাস ব্যবহারের সময়সীমা বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ করেন। নির্দিষ্ট পেশার মানুষদের জন্য ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করে সরকারের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধেও ক্ষোভ প্রদর্শন করেন তারা। ফ্রান্সে টানা দ্বিতীয় সপ্তাহের মতো তারা বিক্ষোভ প্রদর্শন করছে।

বিবিসির খবরে বলা হয়েছে, গোটা দেশে এ সপ্তাহে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা মূলত সরকারের নেওয়া নানা পদক্ষেপের বিরুদ্ধে মাঠে নেমেছেন।

উল্লেখ্য, ফ্রান্সে করোনাভাইরাসের বিধিনিষেধকে প্রায় ৭৬ শতাংশ মানুষ সরকারের সিদ্ধান্তকে সমর্থন করে।

3 responses to “বিধিনিষেধের বিরুদ্ধে ফ্রান্সে বিক্ষোভ”

  1. go to says:

    … [Trackback]

    […] Find More on on that Topic: doinikdak.com/news/39852 […]

  2. … [Trackback]

    […] Here you will find 87362 more Info to that Topic: doinikdak.com/news/39852 […]

  3. micro step says:

    … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/39852 […]

Leave a Reply

Your email address will not be published.

x