ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
শুক্রবার ভোর থেকেই ‘কঠোর লকডাউন’ জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দ্রুত বাড়তে থাকা করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের পূর্বঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকেই ‘কঠোর লকডাউন’ শুরু হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

লকডাউন নিয়ে নানা গুজবের মধ্যে বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে জানান, ২৭ জুলাই নয়, ২৩ জুলাই (শুক্রবার) ভোর থেকেই কার্যকর হবে লকডাউন। চলবে ৫ আগষ্ট পর্যন্ত।

১ জুলাই থেকে চলতে থাকা ‘কঠোর লকডাউন’ ঈদের কারণে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করেছিল সরকার। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল ২৩ তারিখ থেকে আবার কঠোর লকডাউন চলবে।

কিন্তু তা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে- লকডাউন শিথিল থাকবে ২৭ জুলাই পর্যন্ত। সেই পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হলো।

এর আগে ১ জুলাই থেকে দেশে শুরু হয় ‘কঠোর লকডাউন’। তার আগে ২৮ জুন থেকে শুরু হয় ‘সীমিত লকডাউন’।

x