ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
গাইবান্ধায় নিউ লাইফ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
সুমন কুমার বর্মন, গাইবান্ধা প্রতিনিধি:
নিউ লাইফ ফাউন্ডেশন উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ী-সাদুল্লাপুর ও রংপুরের পীরগঞ্জ উপজেলার ১ হাজার শ্রমিকদের মাঝে ঈদ উপহার হিসেবে লুঙ্গি ও টি-শার্ট বিতরণ করা হয়।
মঙ্গলবার নিউ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ এর নিজস্ব অর্থায়নে তিন উপজেলার বিভিন্ন স্থানে রিকশা-ভ্যান শ্রমিকদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
এসময় সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রব মো. ছালেক, আসাদুজ্জামান রুবেল ও হাবিবুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, আমেরিকান প্রবাসী ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ রংপুরের পীরগঞ্জ, গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য নিউ লাইফ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্চাসেবী সংগঠন প্রতিষ্ঠিত করেন। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে চেয়ারম্যান আবু জাহিদ নিউ এর নিজস্ব অর্থায়নে বিভিন্ন দুর্যোগকালীন সময়সহ  ছিন্নমূল মানুষদের নানা ধরণের সেবা প্রদান করে যাচ্ছে।
x